তুমি আছো বলে মাগো বাংলা নতুন গজল
ও... মা..........মা.........
তুমি আছো বলে মাগো আমার পৃথিবী আলোয় ঝলমল করে
তোমার চোখের পানি দেখলে মাগো বুকটা আমার হাহাকার করে
তুমি আছো বলে মাগো আমার পৃথিবী আলোয় ঝলমল করে
তোমার চোখের পানি দেখলে মাগো বুকটা আমার হাহাকার করে
ও মাগো ও মাগো তুমি আমার প্রিয় মা
ও মাগো ও মাগো তুমি আমার প্রিয় মা
আমার মন কাননে ফুটাও ফুল আমার শোকবের আবেশে
আমার কষ্টগুলো করে দাও সাফ তোমার ই স্নেহের পরশে
ও মাগো ও মাগো তুমি আমার প্রিয় মা
ও মাগো ও মাগো তুমি আমার প্রিয় মা
আমার দিনটা গুহায় শুরু তোমার দোয়ার বরকত নিয়ে
নতুন দিনের স্বপ্ন দেখাও আমার মাথায় হাত বুলিয়ে
ও মাগো ও মাগো তুমি আমার প্রিয় মা
ও মাগো ও মাগো তুমি আমার প্রিয় মা
======= ======= ======= ====== ======= ======= =========
VIDEO WITH LYRICS
