Bangla Folk Khichuri | (বাংলা ফোক খিচুরি) | ২ | Parvez | Bangla New Lyrics Song 2022

Bangla Folk Khichuri | (বাংলা ফোক খিচুরি) | ২ | Parvez | Bangla New Lyrics Song 2022



বাংলা ফোক গানের শুদ্ধ লিরিক্স




Read More: Barsaat Ki Dhun Song Banglish Lyrics | Lyrix Maker



(১)
আমার সোনা বন্ধু রে
তুমি কোথায় রইলা রে
আমার সোনা বন্ধু রে
তুমি কোথায় রইলা রে
দিনে রাইতে তোমায় আমি
দিনে রাইতে তোমায় আমি
খুঁইজা মরি রে
আমার সোনা বন্ধু রে
তুমি কোথায় রইলা রে
আমার সোনা বন্ধু রে
তুমি কোথায় রইলা রে

(২)
বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে রে
কি জাদু করিয়া বন্ধে
মায়া লাগাইছে
কি জাদু করিয়া বন্ধে
মায়া লাগাইছে

(৩)
কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু
ফুলের ভ্রমরা
সখি গো
আমি ফুল বন্ধু
ফুলের ভ্রমরা
কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু
ফুলের ভ্রমরা
সখি গো
আমি ফুল বন্ধু
ফুলের ভ্রমরা

(৪)
সোনা দিয়া বান্ধাই আছি ঘর
ও মন রে ঘুণে করলো জোড়জড়
আমি কি করে বাস করিবো
এই ঘরে রে হাই রে
তুই সে আমার মন
আমার মন তোরে পারলাম না
বোঝাইতে রে
তুই সে আমার মন

(৫)
আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার
আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার
শেষ বিচারের হাইকোর্টে
তিনি আমায় করবেন পাড়
আমি পাপি তিনি জামিন্দার
আমি পাপি তিনি জামিন্দার

(৬)
তুমি জানো না জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বোঝো না
তুমি জানো না
তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা

(৭)
সোনা বন্ধে আমারে
পাগল করিলো
সোনা বন্ধে আমারে
দিওয়ানা বানাইলো
কি জানি কি মন্ত্র দিয়া
জাদু করিলো সোনা বন্ধে
সোনা বন্ধে আমারে
পাগল করিলো
সোনা বন্ধে আমারে
দিওয়ানা বানাইলো

(৮)
দয়াল বাবা কেবলা খাবা
আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা খাবা
আয়নার কারিগর
আয়না বসায়া দে মোর
কলবের ভিতর বাবা রে
আয়না বসায়া দে মোর
কলবের ভিতর
দয়াল বাবা কেবলা খাবা
আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা খাবা
আয়নার কারিগর
আয়না বসায়া দে মোর
কলবের ভিতর বাবা রে
আয়না বসায়া দে মোর
কলবের ভিতর

(৯)
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররি বানায়াছেন
মন আমার দেহ ঘড়ি
একটা চাবি মাইরা
একটা চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতেয়াছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররি বানায়াছেন
মন আমার দেহ ঘড়ি

(১০)
লোকে বলে বলে রে
ঘরবাড়ি ভালা না আমার
ও লোকে বলে বলে রে
ঘরবাড়ি ভালা না আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূন্যের ও মাজার
লোকে বলে বলে রে
ঘরবাড়ি ভালা না আমার
ও লোকে বলে বলে রে
ঘরবাড়ি ভালা না আমার




=======  =======  =======  ======  =======  =======  =========


VIDEO WITH LYRICS





Thanks For visit our website





Post a Comment

Previous Post Next Post

Contact Form